করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের মানুষদের মাঝে বিশ্ব খাদ্য সংস্থার কতৃর্ক মহেশখালীতে ১৮ হাজার মানুষের মাঝে ২য় ধাপে নগদ অর্থ বিতরণ এক সাথে শুরু হয়েছে।
বেসরকারি এনজিও সংস্থার রিকের প্রকল্প সমন্বয়ক ড সোহেল সানজিত বলেন, আমরা প্রথম দাপে ১৮ হাজার মানুষ কে ৩০ কেজি করে চাল বিতরণ করেছি। রবিবার থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ওয়ার্ড ভিত্তিক নগদ টাকা বিতরণ শুরু হয়েছে এই টাকা বিতরণ চলবে ২০ জুলাই পর্যন্ত। এর পরে শেষ দাপের চাল বিতরণ শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।
তবে এদিকে স্থানীয় অনেকেই অভিযোগ একই পরিবারে একাধিক কার্ড ও যাচাই বাচাই না করে তালিকা করায় জনপ্রতিনিধিদের দোষছে এলাকাবাসী।
রবিবার উপজেলার পৌরসভার, বড় মহেশখালী, কুতুবজোম, ছোট মহেশখালী, ধলঘাটা, মাতারবাড়ি, হোয়ানক,কালারমারছড়া, শাপলাপুরে ১ নং ওয়ার্ড থেকে বিতরণ শুরু হয়েছে চলবে ৯নং ওয়ার্ড পর্যন্ত।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com