সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত কেউ রেহায় পাবে না। সীমান্ত পয়েন্ট ও উপকূল এলাকায় বিজিবির টহল আগের চেয়ে জোরদার করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বর্ডার গার্ড ব্যাটালিয়ান-২ হল রুমে টেকনাফে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওই ক্যাম্পের নতুন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নাফ নদী ও সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি নিরলস কাজ চালিয়ে যাচেছন। সীমান্ত পয়েন্টগুলো বিজিবি’র নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’
আগামী দিনে মাদকসহ চোরাচালান নিয়ন্ত্রণে তথ্যবহুল সংবাদ দিয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারসহ বিজিবি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com