আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে বুধবার (১৫ মে) দেশে ফিরবেন।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (সেতু বিভাগ) শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আশা করি, বুধবার সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি পৌঁছাবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন।
এর আগে ৩ মার্চ ফজরের নামাজের পর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতানে নেওয়া হয়।
সেখানে তার হার্টের বাইপাস সার্জারি হয়। এরপর ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ওবায়দুল কাদের হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় আছেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com