সৌদি আরবস্থ রামু সমিতি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “ঐক্য, কর্ম, প্রগতি, মূল্যবোধ” এ শ্লোগানকে সামনে রেখে প্রবাসীদের কল্যাণ ও রামু উপজেলাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি। সম্প্রতি (১৩ এপ্রিল) মক্কাস্থ একটি হোটেলে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশ অনুষ্ঠান।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাব উদ্দিন। এতে মুল বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সভাপতি জুবাইর আহমদ ভুট্টো। সাইফুল ইসলামের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নুরুল আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহের সিকদার।
সমিতির নীতিমালা পাঠ করেন- ভারপ্রাপ্ত সদস্য সচিব মোক্তার আহমদ। এতে আরো বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, সিরাজ মিয়া, তাহের মিয়া, ফরিদ উদ্দিন, জসিম উদ্দিনসহ রামু উপজেলা প্রবাসী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সৌদি আরবস্থ রামুর ব্যবসায়ি, চাকরিজীবিসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্য সংগ্রহ কার্যক্রম এবং মেজবানের আয়োজন করা হয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com