কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি কক্সবাজার শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকান্ডের মূল হোতা ২০ মামলার পলাতক আসামী মোহাম্মদ আলমগীর (২৩) এর। সে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এবিসিঘোনা চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।
গত ১৮ এপ্রিল শহরের দক্ষিণ রুমালিযারছরা চেয়ারম্যানের মায়ের ঘোনা এলাকায় আবু সৈয়দ প্রকাশ বিডিআর সৈয়দকে (৬৫) জবাই করে হত্যা করা হয়েছিল।
কক্সবাজার মডেল থানার ওসি সৈয়দ শাহজাহান কবির জানান, শুক্রবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অন্তত ২০টি মামলা রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com