উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছোট ভাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়েল তালিকাভুক্ত ইয়াবা সম্রাট ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মৌলভী মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার চৌধুরী পাড়ার বাসায় এ অভিযান চালানো হয়। সম্প্রতি প্রশাসকের মাদক বিরোধী অভিযানেরমুখে এলাকা ছেড়ে পালিয়েছে সাবেক সাংসদ বদির ছত্র ছায়ায় থাকা ইয়াবা ডন মুজিব। তবে এ অভিযানে তার বাড়ি থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পলাতক আসামী। তাই তার বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। এ অভিযান অব্যাহত রাখবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য যে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র ও ইয়াবা জমা দিয়ে আত্মসমর্পণ করে মৌলভী মুজিব ও আব্দুর রহমান বদির দুই ভাই আব্দুল আমিন, আব্দুর শুক্কুর। কিন্তু রহস্যজনক কারণে আত্মসমর্পণ করেননি সাবেক সাংসদ বদি ও ভাই মৌলভী মুজিব।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com