কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আজিম নিহাদের পিতা শাহ আলম মৃত্যু বরণ করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার সকাল ৯টায় রামু উপজেলার ঈদগড় করোলিয়া মোরা এলাকায় তার নিজ বাসায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫জন ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে নামাযে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আজিম নিহাদের পিতার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সকল কর্মকর্তা ও সদস্যরা। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এক বিবৃতি শোক প্রকাশের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
অপর এক বিবৃতিতে আজিম নিহাদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক দৈনন্দিন এর প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক ইশতেয়াক আহমেদ জয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com