করোনা রোগীদের চিকিৎসায় কক্সবাজার জেলা সদর হাসপাতালকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর করল শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)।
শুক্রবার বিকেলে হিল ডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে এই মেশিন হস্তান্তর করেন সংগঠনটির সভাপতি ও সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় সংগঠণটির মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবছার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা, মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা, মাহাবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি জানায়, কক্সবাজারে করোনা আক্রান্ত দিন দিন বাড়ছে। তাই আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবার সরঞ্জামের সংকট রয়েছে। এর জন্য রোগীদের চিকিৎসার জন্য এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দেয়া হয়েছে। একজন কক্সবাজার বাসীর জীবনও যদি এই মেশিনের কারনে রক্ষা পায়, তবে এটা হবে স্বার্থক। এর আগে এই সংগঠনটি হাসপাতালের জন্য ৫০টি অক্সিজেন ও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীও প্রদান করে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com