কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলা শহর ও সদরের বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- শহরের ১২নং ওয়ার্ডের আদর্শ গ্রাম বিকাশ বিল্ডিং এর সামনে বসবাস করা মো. লেদু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম, টেকপাড়া এলাকার মৃত শেয়ার আলীর ছেলে মো. সায়েম, একই এলাকার মৃত কবির আহমেদের ছেলে মো. আবু সৈয়দ, সমিতি পাড়া এলাকার ছাবের আহমেদের ছেলে মো. আব্বাস, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম, কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার মো. কালুর ছেলে মো, রাশেদুল ইসলাম, পূর্ব বামনকাটা এলাকার আব্দু ছালামের ছেলে মো. শাকিল, টেকনাফের শীল পাইন্যা পাড়া এলাকার মৃত আব্দুল হকের মেয়ে ইয়াছমিন, রামুর বাইপাস মন্ডল পাড়া এলাকার আবু তালেবের বাড়ীর আবুল কালামের মেয়ে তাসপিয়া মনি, রামুর মরিচ্যা এলাকার জালাল আহমদের মেয়ে হোসেন আরা, চট্টগ্রামের চাঁদগাঁও থানার নতুন চাঁদগাও আলম চৌকিদারের বাসিন্দা নুর আহমেদের মেয়ে সাথি আক্তার, বরগুনার বেতাঘি থানার পূর্ব বিবিছিনি এলাকার আবুল কালামের মেয়ে রিয়া। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন- সদরের খুরুশকুল উত্তর মামুন পাড়া এলাকার মৃত শুরা মিয়া ছেলে আবুল কাশেম, কলাতলী এলাকার চন্দ্রিমাঘোনা এলাকার মৃত নুরুল কবিরের ছেলে জহিরুল ইসলাম, কলাতলী এলাকার নাজির হোসেনের ছেলে কালাম।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বিভিন্ন মামলায় পরোয়াভুক্ত আসামীসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com