কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে পৌর ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে আটক করা হয়েছে।
রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার শহরের এলকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে। এসব আসামীদের আটক করে সদর থানা পুলিশ।
আটকরা হলেন, শহিদুল ইসলাম ওরফে শহিদু (৩২), সালা উদ্দিন, আকতার উল্লাহ, মো. জামাল, তাসসিয়া জাহান নুপুর ওরফে কুলসুমা (৩০), লিলি বেগম ওরফে লিলি, মো. হামিদ উল্লাহ, শিলা রাখাইন, ছোটন কান্তি দে, রফিকুল ইসলাম, একরাম, আবুল কাশেম, রাজিয়া বেগম।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বিভিন্ন মামলায় আটকৃত ১৩ জন আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার সাধারণ জনগণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে তালিকাযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com