চট্টগ্রামের তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান “সঙ্গীত ভবন” এর উপর একদল ভ‚মিদস্যু হীনস্বার্থে হামলা চালিয়ে স্কেল চেন্জার হারমোনিয়াম, তবলা, মৃদঙ্গ, তানপুরা সহ অনেক বাদ্যযন্ত্র বা আসবাবপত্র হয় লুটপাট অথবা ভাঙচুর করেছে। গত ১৭ জুলাই শুক্রবার সকালে ক্লাস চলাকালীন সময়ে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার মনে করে এ হামলা সুস্থ সংস্কৃতি চর্চা, মুক্তবুদ্ধি চর্চা এবং মননশীলতার উপর কায়েমী, হীন, স্বার্থবাদীদের হামলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন এবং সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com