কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ফুটবল কার্নিভাল। ফাইনাল খেলায় টাইব্রেকারে (সাডেন ডেতে)৪-৩ বাইতুর শরফ জব্বারিয়া একাডেমি কে হারিয়ে মহেশখালী উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বুধবার বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়। ওয়ান গোল ওয়ান এশিয়ার আওতায় এএফসির অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ফুটবল কার্নিভাল এর আয়োজন করে। এতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী কক্সবাজার এর ৬ টি শিশু ফুটবল দল অংশ নেয়।
ফাইনাল খেলায় মহেশখালী উপজেলা ফুটবল দল ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ফুটবল দল অংশ নেয়।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। উপস্থিত ছিলেন, বাফুফের সদস্য বিজন বড়ুয়া,কক্সবাজার ডিএফ এর সভাপতি ফজলুল করিম সাঈদী, ইংল্যান্ডের নারী ফুটবল কোচ এলেনা, আনোয়ার উদ্দিন, তাপ রহমান, কেবিন কলেমান, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ ট্রফি ও পুরস্কার বিতরণ করেন
Copyright @ 2021
Development by: webnewsdesign.com