বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বুধবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সুত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে কক্সবাজারে অবতরণ করেছে। বৈরী আবহাওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে বিকেলে আবহাওয়া অনুকুলে আসার পর তা পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করেছেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com