কক্সবাজারে দেয়াল চাপায় মাহমুদুল্লাহ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক শ্রমিক।
মঙ্গলবার (২৫ জুন) বেলা পৌনে ১১ টার দিকে আইনজীবি সমিতির কার্যালয়ে সংস্কার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল্লাহ কক্সবাজির সদর উপজেলার পিএমখালীর মুচনীয়া পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দেয়াল চাপা পড়ে গুরুতর আহত একজন শ্রমিক হাসপাতালে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com