কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় তাদেন কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুলাই) রাত পৌনে আটটার দিকে গোলদীঘিরপাড়ের ফাউজিয়া হেফজখানার পাশ থেকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার শহরের উত্তর টেকপাড়া এলাকার আহমদ আলীর ছেলে মো. জুবাইর খান (২৩) ও চট্টগ্রামের বাঁশখালীর জলদি এলাকার শফিকুর রহমানের ছেলে মো. রাকিব (২২)।
র্যাব জানায়, গোলদীঘিরপাড়ের ফাউজিয়া হেফজখানার পাশে শপিয় ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকা দুই যুবককে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা শপিং ব্যাগে ইয়াবা আছে বলে শিকার করে। পরে তাদের ওই শপিং ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com