সব জল্পনা কল্পনা শেষে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চারজন। দলীয় সিদ্ধান্ত মেনে শপথ নেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে (এমপি) তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া বিএনপির এই চারজন হলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া জানান, দলীয় সিদ্ধান্ত নিয়েই এসেছি।
তাদের শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।
শামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, ‘আমাকে থাকতে বলা হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জ-১ আসেনর এমপি, তাই আমি আছি।’
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com