জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ১৭ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার জয় বণিক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহব্যাপী কর্মসূচী সাংবাদিকদের নিকট তুলে ধরেন। “মাছ চাষে গড়বো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানের ভিত্তিতে অনুষ্ঠিত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি”।
উপজেলা মৎস্য অফিসার জানান, প্রাকৃতিক উৎসের মাছের বাংলাদেশ বিশ্বে তৃতীয়, চীন ও ভারতের পরই বাংলাদেশ। এছাড়া মাছ চাষে বাংলাদেশ বিশ্বে পঞ্চম, প্রাকৃতিক মাছ চাষ মিলিয়ে বাংলাদেশ চতুর্থ। বাংলাদেশের প্রাণীজ আমিষের ৬০% আসে মাছ থেকে।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। সংবাদ সম্মেলনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com