র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১১ এপ্রিল ২০১৯ ইং তারিখ রাত ১.০০ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন ফিরিংগী বাজার মোড়ে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। আনুমানিক রাত ০১১৫ ঘটিকার সময় কক্সবাজার হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ জুবায়ের (১৮), পিতা- নুর আহম্মদ, গ্রাম- ধুয়াপালং, রাবেতা হাসপাতাল, থানা- রামু, জেলা- কক্সবাজার, ২। আবু বক্কর সিদ্দিক (২০), পিতা- মোঃ লাল মিয়া, গ্রাম- খুনিয়াপালং, রাবেতা হাসপাতাল, থানা- রামু, জেলা- কক্সবাজার, ৩। মোঃ মামুন (২৪), পিতা- আবুল কালাম, গ্রাম- উল্টর ননিয়ারছরা, থানা- সদর, জেলা-কক্সবাজারদের’কে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত মাইক্রোবাসটি তল্লাশী করে মাইক্রোবাসের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো চ-১৩-০৯৬৪) জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে ০৩ টি মোবাইল সেট, ০৫ টি সীম কাড এবং মাদক বিক্রির নগদ ১১,০৩০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com