রামুতে শুকনো মরিচের ব্যাগের ভিতর করে কৌশলে পাচারের সময় ৪০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে রামু উপজেলার চাকমারকূল ইউনিয়নের কলঘর বাজার জামে মসজিদের সামনের এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মানস বড়ুয়া।
আটক রিয়াজ উদ্দিন (৩১) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়া পাড়ার অলি আহমদের ছেলে।
পরিদর্শক মানস বলেন, বৃহস্পতিবার রাতে রামুর কলঘর বাজার এলাকায় ইয়াবার একটি চালান কৌশলে পাচারের খবরে ডিবি পুলিশের একটি অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে একটি বড় শপিং ব্যাগ হাতে সন্দেহভাজন এক যুবককে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা ঘিরে ফেলে।
” এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ার সময় ধাওয়া দিয়ে ১ যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে শুকনো মরিচের সাথে রাখা ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়” বলেন ডিবি পুলিশের এ পরিদর্শক।
আটক যুবককে রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান মানস।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com