রামু উপজেলার বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এসব পাচারে জড়িত এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।ইয়াবাসহ আটকরা হলেন- ইয়াবা বহনকারী ট্রাকের মালিক উখিয়া উপজেলার থাইংখালী এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইফসুফ (৪২), উখিয়ার কোটবাজার জালিয়াপালং এলাকার হামিদুল হকের ছেলে ট্রাক চালক খাইরুল বশর (৩৮) ও ট্রাকের হেলপার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোছনের ছেলে ইয়াছিন (২৮)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশের কাছে খবর ছিল চট্টগ্রামমুখী কাঠবোঝাই ট্রাকে করে ইয়াবা পাচার করা হচ্ছে। পরে ট্রাকটিতে তল্লাশি চালানো হয় এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।দ
Copyright @ 2021
Development by: webnewsdesign.com