কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বশর (৪৫) খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার জন্য হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এ সময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া দেয়। পরে হাতির শুড় দিয়ে আছড়িয়ে ছুড়ে ফেলে তাকে। গঠনাস্থলেই মুত্যু হয় তার।
রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়েছি। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com