আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন জেলার মেয়াদ উত্তীর্ণ সকল কমিটির সম্মেলন করান সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। পাশাপাশি পুর্ণাঙ্গ কমিটিও দিতে চায়। সম্প্রতি এক বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকেল চারটার দিকে কক্সবাজারের শৈবাল মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিনিধি সভায় বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, জেলার সাথে সাথে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সকল উপজেলা কমিটির সম্মেলন করা হবে। তৃণমুলের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস সবচেয়ে বেশী। তাই তৃণমুলকে আরও সংগটিত করতে চাই আওয়ামীলীগ।
তিনি বলেন, তৃণমুলে ঐক্যবদ্ধ থাকলে আওয়ামীলীগকে পরাজিত করান শক্তি কারও নেয়। তাই তৃণমুলের নেতাকর্মীদের সব সময় ঐক্য থাকার আহবান জানান তিনি।
এসময় তিনি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা মেয়াদ উত্তীর্ণ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কমিটি করতে নির্দেশ দেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com