কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার মুহুরী পাড়া এলাকা থেকে মো. ফখরুদ্দীন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২ হাজার ৩০ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ঝিলংজার মুহুরীপাড়া থেকে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক ফখরুদ্দীন রামু পুর্ব জোয়ারিয়ানালা এলাকার মো. শহিদ উল্লার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে ফরুদ্দীন ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এমন খবরে অভিযানে যায় র্যাব। তার আস্তানা থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com