পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন ছবি ‘কণ্ঠ’। শুক্রবার (১০ মে) সিনেমাটি মুক্তি পায়।
১৪ এপ্রিল ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন জয়া ও ‘কণ্ঠ’ সংশ্লিষ্টরা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির তৈরি ‘কণ্ঠ’ প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
ছবিটির প্রচারণার জন্য বেশ ক’দিন ধরে জয়া অবস্থান করছেন কলকাতায়।
‘কণ্ঠ’তে স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসেও কথা বলছেন জয়া। যাদের কণ্ঠনালীতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয় তাদের ইসোফেজিয়াল ভয়েস কাজে লাগে। এই ভয়েসে কথা বলার জন্য জয়াকে ট্রেনিংও নিতে হয়েছে শুটিংয়ের আগে।
এই সিনেমায় জয়া একজন স্পিচ থেরাপিস্টোর ভূমিকায় অভিনয় করেছেন। ছবির অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জী ও পাওলি দাম।
গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আরজে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com