প্রচন্ড ঠান্ডা বাতাস ও কনকনে শীতে কক্সবাজারের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এই শীতের সাথে যোগ হওয়া বৃষ্টিতে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। সব থেকে বেকায়দায় পড়েছে শিশু আর বয়বৃদ্ধরা। হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে তাদের জনজীবন। অনেকেই আগুন জ্বালিয়ে চেষ্টা চালাচ্ছেন শীত নিবারণের। কাজ করতে না পেরে বিপাকে রয়েছেন নিম্ন আয়ের মানুষ।
নতুন বছর ২০২০-এর প্রথম দিনে সেই সব অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল বেসরকারকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার। এদিন তারা খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এবং টাইমবাজার এলাকার ২০০ জন দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের সাধারণ সম্পাদক বাবলা পাল, কার্য নির্বাহী পরিষদের সদস্য মাসুদা মোর্শেদা আইভি, প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খরুশকুল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শফিউল আলম এবং শেখ কামাল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com