মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক রাতে ৪১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে মহেশখালী উপজেলার কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, কুতুবজোম, বড় মহেশখালী , মাতারবাড়ি ইউনিয়ন থেকে বিভিন্ন মামলার পলাতক ৪১জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদ এর নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি ইউনিট ভাগ হয়ে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হত্যা, ডাকাতি,মারামারি, জমি দখল, অস্ত্র, ননারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামী বলে জানা গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালীতে বর্তমান সরকারের উন্নয়ন মুখী বহু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, উক্ত প্রকল্পগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলার পরিবেশ শান্তি রাখতে অপরাধীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com