মহেশখালীতে কলেজ ছাত্র মেহেদী হাসান মিরাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র সমাজ।
শনিবার (৯মে) বিকেল ৩টায় শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্ররা হত্যা মামলায় জড়িত শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার, শাহেদ, সরওয়ার সহ হত্যাকারীদের শাস্তি দাবী করেন। ঘটনার ৭দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মামলা না নেওয়ায় এবং আসামী গ্রেপ্তার না করায় নিন্দা জানায় তারা।
উল্লেখ্য যে, গত ২ মে সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট নয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে আহত হয়ে ৫মে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজ ছাত্র মেহেদী।
মানববন্ধনে বক্তারা বলেন, শাপলাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় এর আগেও লোকমান হত্যাকান্ড ঘটিয়েছিল। এবার ওসমানের ইন্দনে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র মেহেদীকে। কিন্তু এখনো পর্যন্ত মহেশখালী থানা পুলিশ কোন আসামী গ্রেপ্তার করেনি।
নিহতের ভাই আবু হানিফ জানান, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অদৃশ্য কারণে মামলা হয়নি। এদিকে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরা ফেরা করায় নিহতে পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com