সোমবার, ১৩ জুলাই ২০২০ |
১১:৩৩ পূর্বাহ্ণ | 114 বার
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া গ্রামে পানি চলাচলের ছারায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দ‚র্ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু স্থানীয় বদিউল আলম প্রকাশ কালা বদর এর সন্তান।
নিহতের পিতা জানান, বাড়ির সামনে পানিচলাচলের ছরায় খেলতে গিয়ে আমার ছেলেটি পানিতে পড়ে মারা গেছে।