মহেশখালীতে শাহজালাল (২৫) নামে এক ব্যবসায়ীকে নিজ প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশের দাবি, সোমবার রাতের যে কোন সময় মহেশখালী পৌরসভার চরপাড়াস্থ নিজ মুদি দোকানে খুন হন এ ব্যবসায়ী।
নিহত দোকানদার পৌরসভা চরপাড়ার ফোরকান আহমদ এর পুত্র।
মহেশখালী ওসি দিদারুল ফেরদৌস জানান, শাহজালাল নামের এ যুবকের চরপাড়ায় একটি মুদির দোকান রয়েছে। তিনি রাতে দোকানেই থাকতো। প্রতিদিনের মতো সোমবারও দোকানে ছিলেন। মঙ্গলবার সকালে শাহজালালের মৃতদেহ দেখে স্থানীয় লোকচন পুলিশকে খবর দেয়।
তিনি জানান, রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে খুন করেছে। তার শরীরের বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। কি কারণে শাহজালাল খুন হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। হত্যার কারণ , ঘাতক শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com