মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ৬ জনকে আটক করেছে। বুধবার গভীর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে বড় মহেশখালীর বড় এলাকায় একটি মাদকের ডেরাতে কিছু লোক ইয়াবা সেবন এবং ইয়াবা বেচাকেনার সংবাদ পেয়ে অভিযানে নামে। বুধবার রাত অনুমান দেড় ঘটিকায় পুলিশ ওই ডেরায় অভিযান চালিযে রবি আলম, আব্দু রহমান, ছলিম উল্লাহ, আবুল মনছুর, আবু বক্কর, রবি হোসেন কে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৫ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের ওসি দিদারুল ফেরদৌস জানান।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com