মহেশখালীতে ১০ টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব; যাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার রাতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লবণ মাঠে এ অভিযান চালায় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।
আটকরা হল, মহেশখালীর মাতারবাড়ী এলাকার শামশুল আলমের ছেলে মো. কাইছারুল ইসলাম (২৯) এবং একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মঈন উদ্দিন ওরফে বদাইয়া (৩১)।
এসময় উদ্ধার হয়েছে, ৫ টি একনলা লম্বা বন্দুক, ২ টি থ্রি-কোয়ার্টার, ৩ টি কাটা বন্দুক ও ১৯ টি গুলি।
এএসপি মাহমুদুল বলেন, মঙ্গলবার রাতে মহেশখালীর মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি লবণ মাঠের টং ঘরে নাশকতার উদ্দ্যেশে সশস্ত্র কিছু সংখ্যক সন্ত্রাসী অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ২ জনকে আটক করা সম্ভব হয়েছে।
“ পরে আটকদের দেয়া তথ্য মতে, লবণ মাঠের টং ঘরটির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫ টি একনলা লম্বা বন্দুক, ২ টি থ্রি-কোয়ার্টার, ৩ টি কাটা বন্দুক ও ১৯ টি গুলি উদ্ধার করা হয়। ”
তিনি বলেন, “ আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। ”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এএসপি মাহমুদুল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com