বুধবার, ১৫ এপ্রিল ২০২০ |
২:৩২ অপরাহ্ণ | 276 বার
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কক্সবাজার কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে; চিকিৎসকরা,জানিয়েছেন, হৃদরোগে তার মৃত্যু হয়।
বুধবার প্রথম প্রহরের রাত সাড়ে ১২ টায় কক্সবাজার সদর হাসপাতালে এ কয়েদীর মৃত্যু হয় বলে জানান হাসপাতালটিট আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী।
কয়েদী মোহাম্মদ ইসমাঈল (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মৃত অলি আহমদের ছেলে।
কক্সবাজার কারাগারের সংশ্লিষ্টরা,জানিয়েছে, মোহাম্মদ ইসমাঈল একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ ছিলেন।
আরএমও ডা: শাহীন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় কক্সবাজার কারাগারের কয়েদী মোহাম্মদ ইসমাঈলকে বুকে ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় কারা কর্তপক্ষের লোকজন হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ” মূলত: শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায়,তার মৃত্যু হয়েছে।”
কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েদী মোহাম্মদ ইসমাঈল বুকে ব্যাথা অনূভব করলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার বুকের ব্যাথা আরো বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মোকাম্মেল বলেন, ” টেকনাফের একটি বন মামলায় আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৩ মার্চ কারাগারে আসেন। “
কয়েদীর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান এ কারা তত্ত্বাবধায়ক।