বাংলাদেশে নিযুক্ত বিদেশী সামরিক মিশনের উপদেষ্টারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নাম্বার ক্যাম্প পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে ঘুরে দেখেন। রোহিঙ্গারা কিভাবে জীবন যাপন করছেন সে বিষয়েও খোঁজখবর নেন। সামরিক উপদেষ্টারা বেশ কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেছেন। তবে সাংবাদিকদের সাথে কথা বলেনি।
এ সফরে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত সহ প্রায় ২০টি দেশের উপদেষ্টারা। সামরিক উপদেষ্টারা বিভিন্ন বিদেশি দাতা সংস্থার কার্যক্রম ও শরণার্থী শিবির ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্ট বাংলাদেশির্কতা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল সাড়ে দশটার দিকে নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়া জিরো লাইনে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বাংলাদেশে আশ্রিত বাস্তচ্যুত মিয়ানমারের এসব নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারের ফেরত যাওয়ার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসান প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যে তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বলে জানা গেছে। উখিয়া থানার ওসি আবুল মনসুর বিদেশী সামরিক মিশনের উপদেষ্টাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সতত্যা নিশ্চিত করেছেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com