দিনাজপুরের খানসামা উপজেলায় বাবার চালানো ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিসান (৩) ভাবকী গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
মৃত শিশুর প্রতিবেশী মোসাবেরুল বলেন, সকাল বেলায় গাড়ির নিচে শিশু জিসান খেলা করছিল। অজান্তে শিশুটির বাবা নিজ বাড়ি থেকে ট্রাক্টর বের করার সময় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সন্তানের মৃত্যু হয়।
৫নং ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, শিশু জিসান ট্রাক্টরের নিচে বসে খেলা করছিল। এ সময় বাবার অজান্তে শিশুটি ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে মারা যায়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com