রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহ অভিযান চালাচ্ছে র্যাব। বাড়ির ভিতরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বিস্ফোরণে বাড়ির টিনের চাল উড়ে গেছে।
র্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ জানান, সোমবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ অভিযান শুরু হয়। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।
এদিকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, অভিযানে দুই থেকে তিনজন নিহত হয়েছে বলে ধারণা করছে র্যাব।
সোমবার সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যান র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট। র্যাব সদস্যরা এ সময় আস্তানা লক্ষ করে গুলি ছোড়েন। র্যাবের স্পেশাল ফোর্স ঘটনাস্থল ঘিরে রেখেছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com