কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ২০ হাজার পিপিস ইয়াবা ও কিছু দেশীয় তৈরি ধারালে অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২২ এপ্রিল) ভোরে পালংখালী কেরুনতলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ফারুক হোসেন (২৩), সাইফুল ইসলাম (২৫)।
দুপুর ১২ টাটার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ইয়াবা নিয়ে আসছে পাচারকারী চক্র এমন খবরে অভিযানে যায় বিজিবি। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে তেড়ে আসে পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ এ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com