বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ হায়াত ইবনে সিদ্দিক বিএন জানান, রবিবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ কোস্টগার্ড পূব জোনের সিজি ষ্টেশন টেকনাফ কোস্ট গার্ডের বিশেষ টিম গোপন সংবাদে ইয়াবা বহনকারী একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে আসার এমন খবরে অভিযানে যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা একটি নৌকাকে সংকেত দিলে তা পালিয়ে যেতে চাইলে কোস্ট গার্ড ধাওয়া করলে মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায়, এসময় একটি বস্তা পানিতে পড়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে ইয়াবার বস্তাটি উদ্ধার করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায়। তবে উদ্ধার ইয়াবা ট্যাবলেট সমূহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
Copyright @ 2019
Development by: webnewsdesign.com