কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়ায় পরিত্যক্ত সাবেক সিএন্ডবি কলোনী’র জায়গায় প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সচিব জনাব মোঃ শফিউল আলম।
শনিবার ২০ এপ্রিল বেলা ২ টার দিকে প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি মাটি কেটে কলেজের নির্মাণ কাজের শুভসূচনা করেন। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রস্তাবিত কলেজ এরিয়া পরিদর্শন করেন।পরে বইল্ল্যাপাড়া জামে মসজিদের খতিবের পরিচালনায় মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব কক্সবাজার শহরের টেকপাড়ার কৃতিসন্তান শফিউল আজম, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, ইন্ঞ্জিনিয়ার কানন পাল, মুক্তিযোদ্ধা শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, পিপি এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক কমিশনার আসিফুল মওলা, এম.এ হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজটি আপাতত মানসম্মত একটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে প্রতিষ্ঠা করা হবে। ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির টার্গেট নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন কলেজটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে কক্সবাজার ডিসি কলেজে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com