কক্সবাজার শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘূর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সচেতনামূলক মাইকিং ও সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী নিম্নাঞ্চলীয় এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন৷ তিনি কাউকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যার পর থেকে শহরের কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, নুনিয়াছড়াসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে সাধারণ মানুষের পাশে রয়েছেন।
এছাড়াও ছাত্রলীগের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ এবং আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে পরিবহন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com