পেকুয়ায় জমি বিরোধের জের ধরে রোপিত ধানের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আমেনা বেগম বাদি হয়ে ৭জনকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার(২০জুলাই) ভোর ৫টায় রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকায় এঘটনা ঘটে।
লিখিত অভিযোগের বাদি আমেনা বেগম উলে¬খ করেন, টেকঘোনা পাড়া এলাকার আবদু রহমান ওরফে পারভেজ, আনোয়ার হোছাইন, আলী হোছাইন, কামাল হোসেন, আবু তৈয়বসহ আরো কয়েকজন মিলে তাদের জমি জবর দখলের চক্রান্ত করে আসছিল। গত শনিবার ভোর ৫টার দিকে উলে¬খিত ব্যক্তিসহ শাহিদা বেগম ও রেনু আরা বেগম মিলে আমেনা বেগমদের ২৮শতক জমির উপর রোপিত ধানের চারা নষ্ট করে ফেলে। যার নামজারী খতিয়ান নং ২৪৮২ ও ২৯৫২।
আমেনা বেগম বলেন, আমাদের জমি জবর দখল ছাড়াও বিগত ৯জুলাই ২০১৬ সালে আমার পিতা রাজা মিয়াকে হত্যা করেছিল তাদের লোকজন। হত্যা মামলাটি আদালতে চলমান রয়েছে। জমি নিয়ে বাড়াবাড়ি করলে বর্তমানে তারা আমাদের পরিবারের সদস্যদেরও বাবার মতো প্রাণে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ওসি জাকির হোসেন বলেন, আমেনা বেগম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার একজন কর্মকর্তা তা তদন্ত করে ব্যবস্থা নিবেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com