কক্সবাজারের পেকুয়ায় রেজাউল করিম(৩৫) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
আহত যুবক রাজাখালী ইউনিয়নের বইস্যাঘোনা এলাকার নুরুল হকের ছেলে। তিনি পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অাছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজাখালী গরম মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
অাহত যুবক রেজাউল করিম বলেন,বৃহস্পতিবার আমার এলাকায় একটি বিযের অায়োজন চলছিল। বিয়ের অনুষ্ঠানে কিছু যুবক দুই পক্ষ ভাগ হয়ে মারামারি শুরু করে। অামি তাদেরকে নিভৃত করে ঘটনার স্থান থেকে সরিয়ে দিই।
এঘটনায় একটি পক্ষ অামার উপর ক্ষিপ্ত হযে ছড়িপাড়া এলাকার মোঃ এমরানের নেতৃত্বে বেশ কয়েকজন দূর্বৃত্ত হামলার ঘটনাটি ঘটায়। স্থানীয়রা এগিয়ে না অাসলে তারা অামাকে প্রাণে মেরে ফেলত। তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাঈলসহ অারো কয়েকজন অামাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় তারা অামার কাছে মাছ বিক্রির রক্ষিত প্রায় ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়।
পেকু্য়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, হামলার বিষয়টি থানার ডিউটি অফিসারকে অবগত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com