পেকুয়ায় ইয়াবাসহ মোঃ জোবাইর হোসেন প্রকাশ তালহা (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী স্টেশনের উত্তর পাশের সড়ক থেকে থানার এস আই ইয়াকুবুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
আটক যুবক চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়া দক্ষিণ পাড়া এলাকার ফয়েজুর রহমান প্রকাশ কালুর ছেলে।
এস আই ইয়াকুবুল ইসলাম ভূইয়া বলেন, ইয়াবা বড়ি বেচা-বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জোবাইর হোসেন প্রকাশ তালহাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, আটক যুবক ব্রাদার্স কন্সট্রাকশন কোম্পানির হয়ে পেকুয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন স্থাপনের কাজ করতো। এর পাশাপাশি সে মাদকদ্রব্য ব্যবসায় জড়িয়ে পড়েছিল।
ওসি জাকির হোসেন আরও বলেন, ইয়াবাসহ আটকের ঘটনায় মোঃ জোবাইর হোসেন প্রকাশ তালহার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Copyright @ 2019
Development by: webnewsdesign.com