টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২১ এপ্রিল) বিকেলে বরইতলীর এলাকায় রাহমানিয়া জামে মসজিদের সামনে থেকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম (১৯) ও একই এলাকার মোহাম্মদ সালামের ছেলে ছৈয়দ নূরকে (১৮)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফগামী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্যান্টের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com