কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র উদ্যোগে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আই.এল.ও এর সহযোগিতায় ৩ সেপ্টেম্বর স্থানীয় হোটেল সম্মেলন কক্ষে কক্সবাজারে কর্মরত, ট্যুর অপারেটর সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কক্সবাজার জেলার মাস্টার প্লান বিনির্মাণে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রাইভেট সেক্টরে সম্পৃক্তকরণ বিষয়ে প্রাথমিক পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি আবু মোরশেদ চৌধুরী’র সভাপতিত্বে ও সঞ্চালনায় নিজ নিজ সংগঠনের পক্ষে মতামত ব্যক্ত করেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন কক্সবাজার (টোয়াক) এর ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, সাবেক টুয়াক সভাপতি এস.এম কিবরিয়া খাঁন, সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা (আশেক), ট্যুর অপারেটরস মালিক এসোসিয়েশন কক্সবাজার (টোয়াক) এর সভাপতি এম. রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জমান ওবাইদুল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com