গির্জা এবং বিলাসবহুল হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার পর মুখ ঢেকে রাখা নিকাব নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। সাধারণত মুসলিম নারীরা নিকাব পরে থাকেন।
রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
বিবৃতিতে বলা হয়, পরিচয় শনাক্তে বাধা দেয় মুখ ঢেকে রাখা এমন পোশাক সোমবার থেকে জরুরি অবস্থার বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ থাকবে।
গত ২১ এপ্রিল দিনের শুরুতে শ্রীলঙ্কার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি বিস্ফোরণ।
ওই ঘটনায় এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন। আরও জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে চলমান জঙ্গিবিরোধী অভিযানে ২০ জন নিহত হয়েছেন।
ঘটনার তিন দিন পর হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) নামের একটি সংগঠনের সহায়তায় তারা এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
ভয়াবহ ওই হামলার পর সারাদেশে জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কার সরকার। বর্ধিত ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদ ও গির্জা এড়িয়ে চলতে বলা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com