বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপবন লেকের পানিতে ডুবে এক স্কুলছাত্র মারা গেছে। রবিবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে আজ (রবিবার) দুপুরে দুলাল কয়েকজন বন্ধুর সঙ্গে বেড়াতে আসে। উপবন লেকে তারা গোসল করতে নামলে দুলাল নিখোঁজ হয়। পরে কক্সবাজারের রামু থেকে দমকল বাহিনীর ডুবুরি দল এসে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুপুরে লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com