পয়লা বৈশাখ, নববর্ষ সব বাঙালির প্রাণ
নতুন সাজে, রঙিন পোশাক পাই যে নতুন ঘ্রান।
ব্যবসায়িদের হালখাতাতে মিষ্টি বিতরণ
বছর ঘুরে এলো আরেক নতুন বাংলা সন।
পয়লা বৈশাখ নববর্ষ সব বাঙালির প্রাণ
সুরের দোলায় বেজে ওঠে রবি ঠাকুরের গান।
নাচে বাউল একতারাতে তুলে নতুন সুর
নদীর ধারে বটতলাতে মেলায় ভরপুর।
পয়লা বৈশাখ নববর্ষ সব বাঙালির আশা
বাংলা মায়ের দামাল ছেলে আনলো বাংলা ভাষা।
সেই ভাষাতেই তাকডুম তাকডুম বাজে ঢাকীর ঢোল
বৈশাখ মানে ছায়াঘেরা বাংলা মায়ের কোল।
পয়লা বৈশাখ নববর্ষ আলপনাতে ভরা
পান্তা ভাতে ইলিশ ভাজা, পোড়া মাটির সরা।
খোকার হাতের লাটাই ঘুড়ি কিংবা লাটিম ঘুরে
বীর বাঙালির নববর্ষ থাকুক বছর জুড়ে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com