১০ দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমান শনিবার (১১ মে) সকাল ৯.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শুক্রবার (১০ মে) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশে সময় রাত ১১টা) প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ওই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।
গত ১ মে ১০ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে গত বৃহস্পতিবার (৯ মে) লন্ডনের তাজ হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com