দেশের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই ইলিয়াস আলী।
তিনি জানান, জিন্নাতের ব্রেন টিউমার হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রোববার (২৬ এপ্রিল) তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর অস্বাভাবিক উচ্চতা শুরু হয়। সেটি একসময় গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।
জিন্নাত আলী ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর তিনি আলোচনায় আসেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com