দেশের মাঠে ফেভারিটের মতোই মিশন শুরু করে করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২২ এপ্রিল) বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলে নেয় ২-০ গোলের জয়।
প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বয়সভিত্তিক এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ডলার ও রানার্সআপ দলের প্রাইজমানি ১৫ হাজার ডলার।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com